সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ জানুয়ারি: জিনাতের খোঁজে এসে রয়্যাল বেঙ্গল টাইগার এখনো বাঁকুড়াতেই রয়েছে বলে স্থির বিশ্বাস সারেঙ্গা, রানীবাঁধের মানুষের। গত বৃহস্পতিবার থেকে এই এলাকায় বাঘের পায়ের ছাপ মেলার পর এবার বাঘের পায়ের ছাপ মিললো বারো মাইল এলাকায়। আজ খুব ভোরে জনৈক মোটর সাইকেল আরোহী বারো মাইলের জঙ্গলে বাঘ দেখতে পায়। রাস্তা পার না হয়ে সে গ্রামে ফিরে আসে, তার মুখে বাঘের উপস্হিতির কথা শুনে গ্রামবাসীরা জঙ্গলে একটি ঢিবির মতো জায়গায় জন্তুর পায়ের ছাপ দেখতে পায়। তাদের অনুমান, পায়ের ছাপগুলি নিশ্চিত বাঘের।খবর পেয়ে বনকর্মীরা জঙ্গলে পায়ের ছাপ খতিয়ে দেখছে।
এর আগে বাগডুবি, তারপর সারেঙ্গার পড়াশোলে বাঘের পায়ের ছাপ মেলে। এদিকে বারো মাইল জঙ্গলে বাঘের দেখা পাওয়ার খবরে সারা সারেঙ্গার বিস্তির্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বারো মাইলের একদিকে পুরুলিয়ার কুইলাপাল, অপরদিকে ঝাড়গ্রামের বেলপাহাড়ি, কোকড়াঝোড় জঙ্গল। বাঘটি বাঁকুড়ার জঙ্গলে রয়েছে, কিন্তু সে যে কোনও সময় পার্শ্ববর্তী জেলার জঙ্গলে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।