আমাদের ভারত, কলকাতা, ৩১ মার্চ: হাওড়ায় বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে হাঙ্গামার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। অকুস্থলে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বেলা তিনটায় শুভেন্দুবাবু প্রথমে যাবেন পঞ্চাননতলায় দলের জেলা সদর দফতরে। এর পর বৃহস্পতিবার ঘটনায় আহত হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি আছেন, তাঁদের দেখতে যাবেন। সেখান থেকে বিকেলে যাবেন হাওড়ার পুলিশ কমিশনারের অফিসে।
এদিকে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ‘সাম্প্রদায়িক রাজ্য পুলিশ’ শিরোনামে শুক্রবার টুইটারে লিখেছেন, “দক্ষিণ ২৪ পরগনার মৌখালী (আমতলা): রাম নবমীতে হামলাকারী সংখ্যালঘুদের গ্রেফতার না করে রাম ভক্তদের গ্রেফতার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিস।
আর কত নীচে নামবেন মুখ্যমন্ত্রী?”

