রাজেন রায়, কলকাতা, ২১ অক্টোবর: রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ হতেই একেবারে বদলে গেল মাধ্যমিকের মেধা তালিকা। বুধবার পূর্বনির্ধারিত ঘোষণা মত বুধবার প্রকাশিত হল মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির ফল। তাতে দেখা গেল, প্রথম ১০-এর তালিকার সংখ্যা ৮৪ থেকে বেড়ে হয়েছে ৯১। পাশাপাশি এদিন রিভিউর পর বহু পরীক্ষার্থীর নম্বর বেড়েছে বলেই মধ্য শিক্ষা পর্ষদ সূত্রের খবর।
এই নতুন ৭ জনের মধ্যে কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, জলপাইগুড়ি এবং মালদা থেকে পরীক্ষার্থীরা নিজেদের জায়গা করে নিয়েছেন প্রথম দশে। এ বছর ২৮৯১২ জন পরীক্ষার্থী ৮৭৬০০টি বিষয়ের উপর রিভিউ ও স্কুটিনির জন্য আবেদন করেছিল। এরমধ্যে উত্তরপত্র রিভিউ করে ২৩ শতাংশ এবং স্ক্রুটিনির পর ২৫ শতাংশ পরীক্ষার্থীর নম্বর বেড়েছে বলেই মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর।
আগামী ৩ নভেম্বর থেকে পরিবর্তিত নতুন মার্কশিট দেওয়া হবে বলে জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। এদিন মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটেই রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই দেখতে পাওয়া যাচ্ছে রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল।