মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কাটছাঁট হতে পারে সিলেবাস, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

রাজেন রায়, কলকাতা, ৬ সেপ্টেম্বর: করোনা আবহে পড়াশোনা ধাক্কা খেয়েছে অনেকেরই। অনলাইন ক্লাসেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমতে পারে সিলেবাস। এমনটাই খবর শিক্ষা দফতর সূত্রে।

তবে সিলেবাস কমলেও সর্ব ভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে বলেও মনে করছেন শিক্ষা মহল। সিলেবাস কমানো হলেও কতটা কমানো হবে তাই নিয়ে চলছে আলোচনা। রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন। ইতিমধ্যেই এতদিন কলেজ ও স্কুল বন্ধ থাকায় তেমন ভাবে অনলাইনে ক্লাস করিয়েও এগোয়নি কিছুই সিলেবাস। এ পরিস্থিতিতে পুরো সিলেবাসে পরীক্ষা নিতে গেলে পড়ুয়ারা হাবুডুবু খাবে বলে মনে করছে শিক্ষা দফতর।

স্কুল শিক্ষা বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, সিলেবাস কমানো হতে পারে, তবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষামহলের একটি অংশ দাবি করেছে, শিক্ষাবর্ষ পিছিয়ে আগের মতো এপ্রিল থেকে মার্চ করা হোক। উল্লেখ্য, এখন শিক্ষাবর্ষ মোটামুটি ডিসেম্বরে নিয়ে আসা হয়েছিল।

আগামী বছরে কবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই দিনক্ষণ এখনো জানায়নি কর্তৃপক্ষ।সর্বভারতীয় বোর্ডগুলি সিলেবাস কাটছাঁটের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে। সেই পথে হাঁটতে পারে রাজ্যের শিক্ষা দফতরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *