Vishwakarma Puja, West Midnapur, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বর্ষের বিশ্বকর্মা পুজো

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বর্ষের বিশ্বকর্মা পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে। বুধবার মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা পরিষদের সদস্য মামনি মান্ডি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

২০১৬ সালে সংগঠনের পথ চলা শুরু হয়। একে অপরের পাশে দাঁড়াতে সঙ্গবদ্ধভাবে পথ চলাতে এই সংগঠনের সূচনা। বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ ছাড়াও এই সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। রক্তদানের মাধ্যমে মুহূর্ষু রোগীর জীবন ফেরানো থেকে শুরু করে বন্যার ত্রাণে দুর্গতদের পাশে দাঁড়ানো, খড়ার সময় কৃষকদের পাশে দাঁড়ানো, কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে চলেছে। বিধায়ক অজিতবাবু জানান, আমি আজ এখানে এসে আপ্লুত। আজ মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের মানুষ একত্রিতভাবেই বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছেন এটাই বাংলার কালচার, এটাই বাংলার রীতি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধন।

সভাপতি আজিজুল হক ও সহসভাপতি গৌতম ঘোষ জানান, আমরা যেমন ডেভেলপমেন্টের কাজ করি তার সঙ্গেও মানুষের পাশে যেন দাঁড়াতে পারি সেই ভাবেই আমরা এগিয়ে যাব।

অন্যদিকে সংগঠনের সম্পাদক ও সহ সম্পাদক কেষ্ট মালাকার ও সুরজ গায়েন যৌথভাবে জানান, ৩০ জন সদস্য থেকে আজ ৩০০ জন সদস্য হয়েছে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক কল্যাণে আমরা সর্বদা নিয়োজিত থাকবো এটাই আমাদের অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *