সেকেন্ড নিতাই ঘোষ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন চেস প্রতিযোগিতা জলপাইগুড়িতে, চলবে পাঁচ দিন

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ নভেম্বর:জলপাইগুড়ি চেস অ্যাকাডেমির উদ্যোগে সেকেন্ড নিতাই ঘোষ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন চেস প্রতিযোগিতার আসর বসতে চলছে। শহরের বাবু পাড়ার এক ভবনে এই প্রতিযোগিতার আসর বসতে চলছে ২৭ ডিসেম্বর থেকে, চলবে পাঁচদিন। রবিবার বিশিষ্ট দাবারু দিবেন্দু বরুয়ার উপস্থিতিতে এই চেস প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়ে গেল। এদিন একটি র‍্যালিও হয়।

এখনকার খুদেদের হাতে মোবাইল। দাবা খেলার প্রতি ঝোক হোক কিংবা খেলার মাঠে খুদেদের খুব একটা দেখা যায় না। যদিও রাজ্যের সব জেলার থেকে জলপাইগুড়ি জেলায় দাবা খেলার খুদেদের আগ্রহ যথেষ্ট বেশি বলে দাবি করলেন বিশিষ্ট দাবারু দিবেন্দু বরুয়া। এ দিন জলপাইগুড়িতে হাজির হয়ে সাংবাদিক বৈঠক করলেন দিবেন্দু। তিনি বলেন,”আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আসর বসতে চলছে জলপাইগুড়িতে। ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে প্রতিযোগিরা অংশ গ্রহণ করবেন ও দাবা খেলায় সামিল হবেন। প্রতিযোগিতা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তিনি আরও বলেন, করোনা ও লকডাউনের সময় দাবা প্রতিযোগিতার প্রতি আগ্রহ বেড়েছে খুদেদের।” এদিন জলপাইগুড়ি জেলা চেস অ্যাকাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *