আমাদের ভারত, হাওড়া, ১৪ মে: গত সপ্তাহে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে এক মৃত ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়ার পর এবার মৃত ব্যক্তির ভাইপোর শরীরে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেল। ইতিমধ্যে আক্রান্ত ওই ব্যক্তিকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি করার পাশাপাশি তার স্ত্রী, শিশু ও মা’কে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জানাগেছে, গত শুক্রবার উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে এক ব্যক্তির মৃত্যুর পর শনিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই স্বাস্থ্য দফতর হাসপাতালের ৫ জন চিকিৎসক, ৬ জন সিস্টার সহ ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ৩০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। পরবর্তী সময়ে এই ৫৩ জনের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার সেই পরীক্ষার ফল আসলে দেখা যায় মৃত ব্যক্তির ভাইপো ছাড়া সকলের রিপোর্ট নেগেটিভ।
এই প্রসঙ্গে উদয়নারায়ণপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ ভট্টাচার্য্য জানান, এক ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসার পরেই তাকে ফুলেশ্বরের কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্ত ব্যক্তির স্ত্রী, শিশু ও মা এদের রিপোর্ট নেগেটিভ আসলেও শুক্রবার পুনরায় এদের সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি জানান, হাসপাতালের সকলের রিপোর্ট নেগেটিভ এটা ভালো খবর, যত শীঘ্র সম্ভব হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।