আমাদের ভারত, হাওড়া, ১০ মে: উলুবেড়িয়ায় দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ মিলল রবিবার। উলুবেড়িয়া পুরসভার ৩২ নং ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী। রবিবার দুপুরে স্বাস্থ্য দফতরের কর্মীরা আক্রান্ত ওই ব্যাক্তিকে বাড়ি থেকে নিয়ে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পাশাপাশি পরিবারের ৪ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
জানাগেছে, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসায় সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ ১৭ জন কর্মীর লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠায়। রবিবার রিপোর্ট আসলে দেখা যায় ফতেপুরের বাসিন্দা ওই ব্যক্তি ছাড়া বাকি সকলের রিপোর্ট নেগেটিভ। এদিকে ফতেপুরে করোনা সংক্রমণের হদিশ পাওয়ার পরেই প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যাক্তির বাড়িতে ঢোকার রাস্তা সিল করার পাশাপাশি গোটা এলাকা কন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়।
অন্যদিকে রবিবার সকাল থেকেই পুরসভার পক্ষ থেকে এলাকা স্যানেটাইজ করার কাজ শুরু হয়েছে।
প্রসঙ্গত এর আগে উলুবেড়িয়ায় এক আরপিএফ কর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল।