আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ সেপ্টেম্বর: বাংলার যুব সমাজকে মাঠ মুখী করতে এবং বাংলার ফুটবলকে প্রতিভাবান ফুটবলার উপহার দিতে ব্যারাকপুরের নব নির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এমপি কাপের উদ্বোধন হলো। দমদম থেকে কাঁচড়াপাড়া পর্যন্ত ৩২টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মূলত বিভিন্ন স্কুলের ফুটবল দলগুলিকে নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
এদিন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, সৌগত রায়, রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বিধায়ক নির্মল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন সাংসদ পার্থ ভৌমিক জানান যে, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্কুলের ফুটবল টিমগুলির খেলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। আর এই কাজ করবেন প্রাক্তন ফুটবলাররা এবং জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষ, যাতে আগামী দিনে এই জেলা থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে কলকাতার বড় বড় দলে তাদের জায়গা করে দেওয়া যায়।