আমাদের ভারত, ৩১ আগস্ট: ভারতে প্রথমবার শুরু হল সি-প্লেন পরিষেবা। দেশের পর্যটনে এটি একটি নতুন পদক্ষেপ। পাহাড় সমুদ্র জঙ্গলের বৈচিত্রে ভরা এই দেশ পর্যটকদের কাছে বরাবর আকর্ষণীয়। তবুও মানুষ বেশিরভাগ সময়ই রোমাঞ্চ খোঁজেন। আর অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে নতুন আকর্ষণ এই সি প্লেন।
বিদেশ থেকে ভারতে ঘুরতে আসা পর্যটকদের জন্য এই সি প্লেনে বেড়ানোর ক্ষেত্রে একটি নতুন জায়গা হয়ে উঠবে বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে দেশের প্রথম সি প্লেন উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটে সবরমতি নদী থেকে সর্দার সরোবর পর্যন্ত সি-প্লেন পরিষেবা চালু হলো।
জন্মদিনের সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানান প্রধানমন্ত্রী। এরপরই এই পরিষেবার সূচনা করেন তিনি। স্ট্যাচু অফ ইউনিটির সামনে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে বক্তৃতা দেওয়ার সময় মোদী বলেন, সি প্লেন পরিষেবা ভারতীয় পর্যটন শিল্পকে এক নতুন দিক নির্দেশ দেবে। দেশের পর্যটন মানচিত্রে সি-প্লেন নতুন জায়গা করে নেবে। এবার থেকে পর্যটকদের কাছে গুজরাট আরো বেশি আকর্ষণের কেন্দ্র হবে।
সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৫ তম জন্মবার্ষিকীতে দেশবাসীর উদ্দেশ্যে একতা বজায় রাখার আর্জি জানান তিনি। ৩১ অক্টোবর এমনিতেই জাতীয় একতা দিবস হিসেবে পালন করা হয়। সি প্লেন পরিষেবার উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্ক এর উদ্বোধন করেন। শ্রেষ্ঠ ভারত ভবন থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত একটা ক্রুজ সার্ভিসেরও উদ্বোধন করেন। ঘুরে দেখেন পাখিরালয়।