আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২০ আগস্ট: মুর্শিদাবাদ জেলাতে নতুন আতঙ্ক স্ক্রাব টাইফাস। একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে স্ক্রাব টাইফাসের হানা মুর্শিদাবাদ জেলাতে। ৭ জন রোগীর সন্ধান মেলায় আতঙ্কিত মুর্শিদাবাদের মানুষ। আক্রান্তদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে।
মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রশান্ত বিশ্বাস জানান, গত ৪৮ ঘন্টায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মোট সাতজন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। করোনা ভাইরাসের মধ্যে এই স্ক্রাব টাইফাসের হানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদ জেলাজুড়ে। আক্রান্তদের সবাইকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য।