মারিশদায় ক্যাস গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ, এক কিলোমিটার টেনে নিয়ে গেল স্কুটি, আহত ৫

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ জুন : মারিশদা থানার গয়াগিরি কাছে এটিএম মেশিনে টাকা ভরতে যাওয়া একটি এজেন্সির গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে গাড়িটিতে আগুন ধরে যায়। দমকল এসে আগুন নেভায়। সংঘর্ষের ফলে পাঁচজন আহত। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ঘটনার জেরে জাতীয় সড়কে যানজট হয়।

জানাগেছে, মারিশদা থানার ১১৬ বি জাতীয় সড়কে গয়াগিরির কাছে একটি ক্যাস গাড়ির সঙ্গে একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গয়াগিরি থেকে দূরমুঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা স্কুটি টি এজেন্সির ক্যাস গাড়ির সামনের গার্ডে ঝুলতে থাকে। এই অবস্থায় ক্যাশ গাড়িটি চলতে থাকে। এই পরিস্থিতিতে দূরমুঠ এর কাছে এজেন্সির গাড়িটিতে আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে।

প্রত্যক্ষদর্শীদের মতে স্কুটিতে তিনজন ছিল এবং তারা কাঁথির দিক থেকে মারিশদা দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসছিল ওই এজেন্সির ক্যাস গাড়িটি। স্কুটি এবং গাড়ি দুটোই তীব্রগতিতে ছিল। যার ফলে দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরেই এক কিলোমিটার যাওয়ার পরে গাড়িতে আগুন লেগে যায়। দমকল এসে আগুন নেভানোর আগেই গাড়িদুটি সম্পূর্ণ পুড়ে যায়।
এই ঘটনায় এখনো পর্যন্ত মোট পাঁচজন আহত। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে এদের কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এরফলে দীর্ঘক্ষণ এলাকায় যানজট সৃষ্টি হয়। দমকলের একটি ইঞ্জিন ও মারিশদা থানার পুলিশ বাহিনী এসে পরবর্তীকালে আগুন নিভিয়ে রাস্তা যানজট মুক্ত করার কাজ করে।

এটিএম এ টাকা ভরতে যাওয়ার ওই এজেন্সির ক্যাস গাড়িতে মোট কত টাকা ছিল এ ব্যাপারে মারিশদা থানার পুলিশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *