জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ অক্টোবর: করোনা পরিস্থিতিতে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সাধারণ মানুষ সহ করোনা আক্রান্তদের নানান পুলিশি পরিষেবা দিয়ে তাদের পাশে সর্বদা থাকার বার্তা দেওয়ার জন্য স্কোক গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকে। এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার। এই প্রশংসাপত্র মহামারীকালীন সময়ে পুলিশের কঠোর পরিশ্রম, উদ্ভাবন এবং প্র্যাকটিভ পুলিশিংয়ের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। পুলিশ সুপার জানান, এই অ্যাওয়ার্ড অবশ্যই পুলিশ কর্মীদের আরও কঠোর পরিশ্রম করতে এবং রোড ম্যাপে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে।