আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ মে: পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান মনষ্কতা আরো বাড়িয়ে তুলতে জেলা বিজ্ঞান মেলার আসর বসলো জলপাইগুড়ি শহরের সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। রবিবার লাইট অফ সায়েন্সের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি মনোসংযোগ যাতে বাড়ানো যায় তার উদ্যোগে এই বিজ্ঞান মেলা দাবি উদ্যোক্তাদের।
বিজ্ঞানকে ভর করে বিকল্প ভাবনা ও আবিষ্কার, বিজ্ঞানে নারীদের অবদান, বতর্মান বিভিন্ন পরিস্থিতিতেও শিক্ষানীতির মধ্যে দিয়ে সাধারণ মানুষের চিন্তা ভাবনায় বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং বিজ্ঞানের অপপ্রচার বন্ধ সহ অন্যান্য বিভিন্ন বিষয় বিজ্ঞান মেলায় তুলে ধরা হয়েছে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী বিজ্ঞান বিষয়ক বিভিন্ন মডেলের ওপর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
লাইট অফ সায়েন্সের সদস্য প্রলয় মিত্র বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রসার ঘটানোর উদ্দেশ্য নিয়েই আজকের এই বিজ্ঞান মেলার আয়োজন। কু-সংস্কারের বিরুদ্ধে আমাদের লড়াই বরাবরই চলছে।
বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ছাত্র সৌরভ সরকার জানায়, বৃষ্টির জলকে ধরে রেখে কি করে মানব কল্যাণে ব্যবহার করা যায় তার মডেল তৈরি করেছি। বৃষ্টির জল যেমন একদিকে চালিত করে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, তেমনি কৃষি কাজের পাশাপাশি সেটিকে কিভাবে ফিল্টার করে পানীয় জল হিসেবেও কিভাবে ব্যবহার করা যায় তা মডেলে তুলে ধরা হয়েছে।