সাথী দাস, পুরুলিয়া, ১৫ ডিসেম্বর: বিজ্ঞান মনষ্ক করে নবীন প্রজন্মকে মৌলিক গবেষনার দিকে ঝোঁক বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। স্কুল পড়ুয়াদের তৈরি নানা মডেল প্রতিযোগিতার মধ্য দিয়ে উপস্থাপিত করার সুযোগ করে দিল তারা। দুই দিনের এই মডেল প্রদর্শনীটি আক্ষরিক অর্থে উৎসবের চেহারা নিল। উৎফুল্ল খুদে গবেষক বিজ্ঞানীরা।

দুই দিনের এই মেলা শেষ হবে কাল। ওই দিনই সফল প্রতিযোগীদের শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হবে। এবারের বিষয় ‘মজবুত উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’। এই ‘সায়েন্স ফেয়ার, ২০২২’ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে পড়ুয়াদের কাছে। মূলত মডেল প্রস্তুতকারি প্রতিযোগীদের দুটি ভাগে ভাগ করা হয়েছে। ‘প্রতিযোগিতামূলক’ মডেল মূলত উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য। আর ছোটদের জন্য ‘অ-প্রতিযোগিতামূলক’ বিভাগে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতামূলক বিভাগে আবার দলগত এবং এককভাবে অংশগ্রহণ করেছে পড়ুয়ারা। বিভিন্ন স্কুলের একক ভাবে, দলগতভাবে এবং শিশু বিভাগে মোট ৭৩ টি মডেল উপস্থাপিত করছে জেলার ২৪ টি স্কুলের শতাধিক অংশগ্রহণকারী। তা ছাড়া নতুন চিন্তা ভাবনায় বর্তমান এবং আশু সমস্যার সমাধানমূলক মডেল। জেলা বিজ্ঞান কেন্দ্রের এই উদ্যোগ কাজে লাগছে দর্শক হিসেবে উপস্থিত স্কুল ও এমনকি কলেজ পড়ুয়াদের। কৌতুহলী হয়ে মডেল গুলির বিবরণ প্রস্তুকারীদের কাছ থেকে শুনে বিস্ময় হতে দেখা গিয়েছে শিক্ষক ও সাধারণ মানুষকেও।

বিজ্ঞান মেলার উদ্বোধক সিধো কানহ বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: দীপক কর বলেন, এই প্রয়াস আগামী দিনের গবেষক বা প্রযুক্তিবিদ গড়ে তুলতে সাহায্য করবে। শুধু মডেল তৈরির মানসিকতাই নয়, বিজ্ঞান বিষয়ে প্রীতি নতুন করে জাগিয়ে তুলতে সক্ষম হবে– সাধারণ মানুষদের মধ্যেও।

