স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ জুন: মোবাইল চেয়ে না পাওয়ায় আত্মঘাতী হল স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটে নদিয়ার ধানতলা থানার বহিরগাছি বিশ্বনাথপুর গ্রামে। মৃতের নাম কেয়া বিশ্বাস।
এবারে মাধ্যমিক পরীক্ষায় ৪৪১ নম্বর পেয়ে বহিরগাছি হাই স্কুল থেকে উত্তীর্ণ হয়েছিল সে। গতকালই মায়ের সাথে গিয়ে বহিরগাছি উচ্চ বিদ্যালয়ে কলা বিভাগে ভর্তি হয়। তারপরেই কেয়া বাড়ি ফিরে এসে বাবার কাছে দাবি করে একটি মোবাইল ফোনের। কেয়ার বাবা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। বাবা রামকৃষ্ণ বিশ্বাস মেয়েকে সান্তনা দিয়ে বলেন, আগামী দিন দশেকের মধ্যে তাকে নতুন মোবাইল কিনে দেবে, এর পরেই বাড়ি থেকে বেরিয়ে যান বাবা।
অভিমানে ঘরের ভিতরে ঢুকে বাঁশের আড়ার সাথে ঝুলে পড়ে ঐ স্কুলছাত্রী। কিছুক্ষণ পরে তার পাড়ার বান্ধবীরা খেলার জন্য ডাকতে এলে দরজা বন্ধ দেখে তার দিদিকে ডেকে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে কেয়াকে ঝুলন্ত অবস্থায়। এরপর তাকে সব্দলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কেয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।