আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ এপ্রিল:
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকারি ও বেসরকারি সংস্থা। স্যানিটাইজ করা হচ্ছে সর্বত্র। এবারে একেবারে ব্যাক্তিগত উদ্যোগে গ্রামের মানুষকে সচেতন করতে এবং স্যানিটাইজ করলেন একজন স্কুল শিক্ষক। রায়গঞ্জের ১৩ নম্বর কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের কর্নজোড়ায় কালীবাড়ি সংলগ্ন এলাকার বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের হাত পা স্যানিটাইজ করলেন ওই এলাকারই বাসিন্দা স্কুল শিক্ষক বিপ্লব মন্ডল। শুধু সাধারণ মানুষকেই নয় তাদের ব্যাবহৃত দু’চাকার যানবাহনগুলিও স্যানিটাইজ করে দিলেন। এর পাশাপাশি সাধারণ মানুষকে ভয়াবহ এই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন করার বার্তাও দিলেন তিনি। তাঁর এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গ্রামগঞ্জের সাধারণ মানুষ শহর ও শহরতলীর মানুষের মতো সচেতন না হওয়ায় তাদের সচেতন করার উদ্যোগ নিলেন গ্রামেরই এক স্কুল শিক্ষক। রায়গঞ্জ ব্লকের ১৩ নং কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের কর্নজোড়ার বাসিন্দা বাহিন প্রাথমিক স্কুলের শিক্ষক বিপ্লব মন্ডল। গ্রামের বাজারগুলিতে আসা ক্রেতা বিক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে তাদের স্যানিটাইজ করলেন তিনি। তাদের হাত ও পা স্যানিটাইজার দিয়ে পরিচ্ছন্ন করার পাশাপাশি যেসব মানুষ মোটরসাইকেল নিয়ে বাজারে এসেছেন তাদের মোটরসাইকেলগুলিও স্যানিটাইজ করে দেন তিনি। শুধু বাজারে আসা ক্রেতা বিক্রেতাদেরই নয় গ্রামের পথচলতি সাধারণ মানুষকেও স্যানিটাইজ করেন স্কুল শিক্ষক বিপ্লব মন্ডল। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। তাদের কথায় সকলের মিলিত প্রয়াসে এবং সচেতনতায় মোকাবিলা করা সম্ভব মারণ করোনা ভাইরাসের।