পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে স্কুল শিক্ষক, হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ ফেব্রুয়ারি: পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে এখন তিনি স্কুলের শিক্ষক। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি দিয়ে ৬১৮ জনের চাকরি বাতিলের ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। প্রকাশিত ওই বিজ্ঞপ্তির ৪৭৯ নম্বরে নাম রয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ার মণ্ডল পাড়ার অভিজিৎ সিংহ রায়ের। তিনি বনগাঁর অম্বিকাপুর আলতাপ হোসেন হাই স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন।

গ্রুপ ডি’র পর চাকরি বাতিল নবম-দশমের। ৬১৮ সুপারিশ বাতিলের তালিকা প্রকাশ করল এসএসসি। নবম দশম শিক্ষক নিয়োগে ৮০৫ জনের মধ্যে ৬১৮ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এদের মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করছে কমিশন। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ মেনে ‘ভুল’ সুপারিশ খুঁজে তালিকা প্রকাশ করে এসএসসি। ৯৫২ বিকৃত ওএমআর শিট তথ্য সামনে আসে। ৮০৫ জনের সুপারিশ চিহ্নিতকরণ হয়। ৬১৮ সুপারিশ তালিকা প্রকাশ হয়। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত অভিজিতের ওএমআর শিটে দেখা যাচ্ছে তিনি মাত্র পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছেন। অভিজিতের বাবা বরুণ কুমার সিংহ রায় প্রাক্তন স্কুল শিক্ষক। এলাকায় সম্মানীয় ব্যক্তি হিসাবে পরিচিত। স্কুল শিক্ষকের ছেলের ঘুর পথে চাকরি নিয়ে নিন্দার ঝড় উঠেছে এলাকায়।

যদিও অভিজিতের বাবা প্রাক্তন শিক্ষক বরুণ কুমার সিংহ রায়ের দাবি, ছেলে পরীক্ষা দিয়ে নিদিষ্ট পদ্ধতিতে চাকরি পেয়েছে। আইনি লড়াই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *