আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি:
এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ঘাটালের এক স্কুল শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঘাটাল গুরুদাস নগর উচ্চ বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম চন্ডী দাস গড়াই। শরীর শিক্ষা বিষয়ের শিক্ষক তিনি। বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে কয়েকদিন আগে একান্তে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে নিয়ে গিয়ে তার শরীরের আপত্তিকর জায়গা গুলোতে হাত দেওয়ার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
মঙ্গলবার ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেপ্তার করেছে ঘাটাল থানার পুলিশ। পকসো আইনে মামলা রুজু করে বুধবার শিক্ষককে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ঘাটাল মহকুমা আদালতের বিচারক। স্কুলের প্রধান শিক্ষকের দাবি ফাঁসানো হয়েছে ওই শিক্ষককে।