গ্রিন ও অরেঞ্জ জোনে জুলাই থেকে স্কুল খোলার ইঙ্গিত কেন্দ্রের

আমাদের ভারত, ২৫ মে : জুলাই মাস থেকে স্কুল খোলার ইঙ্গিত দিল কেন্দ্র। তবে উপস্থিতির হার থাকবে ৩০%। এছাড়াও প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা স্কুলে আসবে না। প্রথমে স্কুলে আসবে শুধুমাত্র অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা।

সূত্রের খবর রিপোর্ট দেখে জোন ভিত্তিক স্কুল খোলা হবে। অর্থাৎ গ্রিন এবং অরেঞ্জ জোনে স্কুল খোলা হবে।প্রাথমিক শ্রেণির পড়ুয়ারা সামাজিক দূরত্ববিধি সঠিকভাবে মেনে চলতে পারবেন না। তাই তাদের বাড়ি থেকে পড়াশোনা চালাতে হবে। পরে স্কুল গুলি পুরোপুরি খুলে গেলে পরিস্থিতি ঠিক থাকলে নির্দেশ পাওয়া গেলে তাদের স্কুলে পাঠাবেন ত অভিভাবকরা।

সরকারি এক আধিকারিক সূত্রের খবর, স্কুল খোলার জন্য নির্দিষ্ট কিছু গাইডলাইন তৈরি হচ্ছে। এই সপ্তাহের শেষের দিকে তা প্রকাশিত হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক। করোনা পরবর্তী পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সামাজিক দূরত্ব বিধি মেনে স্কুল চালানোর জন্য শিক্ষিকিদের প্রশিক্ষিত করা হতে পারে।

গত ১৬ মার্চ থেকে দেশজুড়ে স্কুল বন্ধ রয়েছে। প্রায় দুই মাসের ওপর বন্ধ সমস্ত স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান। সব অভিভাবকদেরই মাথায় ঘুরছে কবে থেকে স্কুল খুলবে?সেই প্রেক্ষিতে কেন্দ্র সরকারের ইঙ্গিত জুলাই মাস থেকে সামাজিক বিধির নিয়ম মেনে স্কুল খোলা হতে পারে। তার জন্য দুটি শিফটে স্কুল চালানোর পরিকল্পনা গ্রহন করা হবে।

সামাজিক দূরত্ব বিধি কঠোর ভাবে মেনে স্কুলে কলেজে পঠন-পাঠন চলবে। পড়ুয়ারা সামাজিক দূরত্ব বা অন্যান্য নিয়ম মানছে কি না তা দেখার দায়িত্ব শিক্ষকদের দেওয়া হবে। স্কুল অ্যাসেম্বলি বা অন্য কোন জমায়েত করা যাবেনা স্কুলে।

গত ১৪ মে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পখরিয়াল ইঙ্গিত দিয়েছিলেন শীঘ্রই স্কুল খুলতে পারে। তবে সে ক্ষেত্রে ৩০ % উপস্থিতি থাকবে। শিক্ষক-শিক্ষিকাদের ও ছাত্রছাত্রীদের মাস্ক- গ্লাভস ব্যবহার করতে হবে। স্কুলে থাকবে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। তিন আসন বিশিষ্ট বেঞ্চে দুই প্রান্তের দুই পড়ুয়া বসবেন বলে জানানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *