আমাদের ভারত, ২৮ অক্টোবর: স্কুল ফি নিয়ে হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। বেসরকারি স্কুল গুলি আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। এপ্রিল থেকে কুড়ি শতাংশ টিউশন ফি মুকুবের নির্দেশ বহাল থাকল। তবে কুড়ি শতাংশের পরেও আরো ছাড় দেওয়া যায় কিনা তা দেখতে হাইকোর্ট নিযুক্ত কমিটির কাজ স্থগিতের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
স্কুল-ফি নিয়ে সুপ্রিম কোর্টের এই বক্তব্যের ফলে বেসরকারি স্কুল গুলি একটু হলেও ব্যাকফুটে চলে গেল। এ বিষয়ে হাইকোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল স্কুল কর্তৃপক্ষ গুলি। কিন্তু সুপ্রিমকোর্ট এই বিষয়ে একেবারেই আমল না দেওয়ায় হাইকোর্টের অবস্থানই আরো জোরদার হল। উনিশটি স্কুল সুপ্রিম কোর্টে মামলা করে। তাদের যুক্তি ছিল হাইকোর্ট যেভাবে কুড়ি শতাংশ ফি কমানোর কথা বলেছে সেটা তাদের পক্ষে বাস্তবায়িত করা সম্ভব নয়। একই সঙ্গে জানানো হয়েছিল হাইকোর্টের কোনো ক্ষমতাই নেই স্কুল ফি কমানোর ব্যাপারে কোন নির্দেশিকা দেওয়ার।
সুপ্রিম কোর্ট কিন্তু স্কুল কর্তৃপক্ষের এই দুটি আপত্তি খারিজ করে দিয়েছে। তবে হাইকোর্টে কুড়ি শতাংশ ছাড় দেওয়া ছাড়াও অর্থনৈতিকভাবে দুর্বল অভিবাবকদের আরো কিছুটা সুবিধা দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, আপাতত সে কমিটি গঠন হচ্ছেন না বলে জানিয়েছে।
করোনা পরিস্থিতিতে স্কুল যেখানে খোলা হয়নি, সেখানে ট্রান্সপোর্ট ফি , বা এস্টাবলিশমেন্ট কস্ট নেওয়া যুক্তিযুক্ত কিনা সে প্রশ্ন তোলা হয়েছিল। জবাবে স্কুল পক্ষের যুক্তি ছিল,লকডাউনের সময় স্কুল চালাতে তাদের খরচ অনেক বেড়েছে। সেই খরচ মেটাতে গেলে ফি কমানো সম্ভব নয়। আজ বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি হয়নি। পরবর্তী শুনানি হবে। তবে তার দিন ধার্য হয়নি। কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি স্কুলপক্ষের হয়ে শীর্ষ আদালতে সাওয়াল করেছেন।