রাজেন রায়, কলকাতা, ২ ডিসেম্বর: গোটা বছর কেটে যাওয়ার পরেও স্কুল-কলেজ না খুললেও আগামী বছর যে পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে। এবার একইসঙ্গে বুধবার স্কুলে শুরু হল আগামী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া এবং একই সঙ্গে আগামী বছর মাধ্যমিকের এনরলমেন্ট ফর্ম ফিলাপ শুরু করার বিজ্ঞপ্তি জারি হল।
প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ৯ ডিসেম্বর পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া হবে। ১১ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে লটারি হবে। একই মাসের ১৮ থেকে ২৩ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ হবে। সরকারি নিয়মে ভর্তির ফর্মের জন্য কোনও ফি নিতে পারবে না স্কুলগুলি। ভর্তিতে প্রবেশিকা পরীক্ষা হবে না। পড়ুয়া বা অভিভাবকদের ইন্টারভিউ নেওয়া যাবে না। আর তার জেরেই শহরের বিভিন্ন স্কুলে এদিন সকাল থেকেই লাইন দিতে শুরু করলেন অভিভাবকরা।
পাশাপাশি আগামী বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এনরোলমেন্ট ফর্ম বিলিও শুরু করছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এনরোলমেন্ট ফর্ম ক্যাম্প অফিস থেকে করা হবে। প্রতিটি স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। রেগুলার পরীক্ষার্থীদের জন্য ফর্ম এ এবং সিসি-র জন্য ফর্ম বি পাওয়া যাবে। এই ক্যাম্পের মাধ্যমেই বর্তমানে নবম শ্রেণির পাঠরত পড়ুয়াদের পূরণ করা রেজিস্ট্রেশন ফর্মও জমা দিতে পারা যাবে। এরপরে এই একই পদ্ধতিতে উচ্চমাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম ফিলাপ করা হবে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর।