Trains changed, Dumdum, দমদম জংশনের কাছে যান্ত্রিক কাজের জন্য একগুচ্ছ ট্রেনের সময়সূচি বদল

আমাদের ভারত, ২৬ জুলাই: দমদম জংশনের কাছে যান্ত্রিক কাজের জন্য শনিবার রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ওই সংযোগ পথে ৭ ঘন্টা ট্র্যাফিক ব্লক নেওয়া হয়েছে। ফলে, ট্রেন চলাচলে সূচির বদল করা হয়েছে:

লোকাল ইএমইউ বাতিল হবে—
• শিয়ালদহ-ডানকুনি: আপ ৩২২৪৯/ডাউন ৩২২৫২।
• শিয়ালদহ-হাবরা: আপ ৩৩৬৫৩/ডাউন ৩৩৬৫৪।
• শিয়ালদহ-দত্তপুকুর: আপ ৩৩৬১২।
• শিয়ালদহ-বনগাঁ জংশন। : আপ ৩৩৮১৭/ডাউন ৩৩৮২৪।
• শিয়ালদহ-বারাসাত : আপ ৩৩৪৩১/ডাউন ৩৩৪৩২।
• শিয়ালদহ-ডানকুনি: আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২১২০।
মেল/এক্সপ্রেস ট্রেনের পথবদল হবে:
• শনিবার রাতে ব্যান্ডেল জং-নৈহাটি-দম দম জং হয়ে যে ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস যাত্রা শুরুর কথা, সেটির পথ বদল হবে। ডানকুনি-দম দম জং দিয়ে সেটি যাবে না। ট্রেনটি বেলঘরিয়ায় থামবে।
• ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল এবং ১২৩৭৮ নতুন আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ডানকুনি-দম দম জং এর পরিবর্তে ব্যান্ডেল-দমদম-দমদম হয়ে যাবে।

নিচের ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে — ৩৩৮১২ বনগাঁ জংশন-শিয়ালদহ লোকাল
এবং ৩৩৮১৩ আপ শিয়ালদহ-বনগাঁ জংশন লোকাল শিয়ালদহের বদলে দমদম ক্যান্টনমেন্ট স্টেন পর্যন্ত চালানো হবে।
• ৩৩৮১৪ বনগাঁ জংশন-শিয়ালদহ লোকাল এবং ৩৩৮১৫ শিয়ালদহ-বনগাঁ জংশন লোকাল শিয়ালদহের বদলে বারাসাত পর্যন্ত সংক্ষিপ্ত করা হবে।

তাছাড়া, শনিবার যে ২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস ছাড়ার কথা, সেটির সূচী ৩ ঘন্টা ৩০ মিনিট পেছোনো হবে। পুরী থেকে ১৯:৪৫ টার বদলে রাত সওয়া ১১টায় ছাড়বে। সাময়িক চলবে বরানগর রোড স্টেশন পর্যন্ত।

অন্যদিকে কাজের প্রয়োজনে শনিবার ০৩২৬৬ রাজগীর- খাগড়িয়া স্পেশাল এবং ০৩২৬৫ খাগড়িয়া- রাজগীর স্পেশাল— দুটোই ২৬.০৭.২০২৫, ২৯.০৭.২০২৫ এবং ৩০.০৭.২০২৫ অর্থাৎ শনি, মঙ্গল ও বুধবার বাতিল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *