আমাদের ভারত, ১২ জানুয়ারি:২৬ জানুয়ারি রাজধানীর বুকে ট্রাক্টর মিছিলের কর্মসূচি হবে আগেই ঘোষণা করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। মঙ্গলবার এই বিষয়ে কৃষক সংগঠনগুলিকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। দিল্লি পুলিশের একটি আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এস কে বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই পদক্ষেপ নিয়েছে।
দিল্লি পুলিশ সোমবার শীর্ষ আদালতে কৃষকদের ট্রাক্টর মিছিল বন্ধ রাখার আর্জি জানান। আবেদনে বলা হয়েছিল আন্দোলনকারী কৃষকদের একটি ছোট অংশ ২৬ জানুয়ারি রাজধানীর বুকে ট্রাক্টর মিছিলের পরিকল্পনা করছে। তাতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ব্যাহত হতে পারে। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। গোটা জাতি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে পারে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট নয়া কৃষি কার্যকরের ওপর স্থগিতাদেশ জারি করেছে। একইসঙ্গে আইন পর্যালোচনার জন্য একটি কমিটি গড়ার কথা জানিয়েছে।
ট্রাক্টর মিছিল প্রসঙ্গে কৃষকদেরকে পাঠানো সুপ্রিম কোর্টের নোটিশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। দিল্লি পুলিশ যুক্তি দিয়েছে ২৩ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের চুড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়। সেই সময় রাজধানীজুড়ে চূড়ান্ত নিরাপত্তা ও সর্তকতা জারি করা হয়। ফলে ওই সময় যেকোনো ধরনের সমাবেশ বন্ধ রাখা হয়। সুপ্রিম কোর্ট কৃষক সংগঠনগুলির কাছে এই বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে। আদালত জানতে চেয়েছে ট্রাক্টর মিছিল স্থগিত রাখা সম্ভব কিনা। ১৮ জানুয়ারি এই মামলার শুনানি হবে আর তার মধ্যেই এই সিদ্ধান্ত জানাতে হবে কৃষকদের।

