স্থায়ী আমানতে আবার সুদ কমালো এসবিআই, চিন্তা বড়ল মধ্যবিত্তের

আমাদের ভারত,১৪ সেপ্টেম্বর: আবার কমলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্বল্প সঞ্চয় সুদের হার। এসবিআইর এই পদক্ষেপ কার্যকরী হবে চলতি মাসের ১০ তারিখ থেকে। স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের।

এক বছর থেকে দুই বছরের মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে ৫.১০ শতাংশের পরিবর্তে ৪.৯০ শতাংশ সুদ নির্ধারণ করা হয়েছে। কুড়ি বেসিস পয়েন্ট কমেছে সুদের হার।

এই সুদের হার শুধু সাধারণ গ্রাহকদের ক্ষেত্রেই নয় প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও এই সুদ কমেছে। প্রবীণ নাগরিকদেরক্ষেত্রে ৫.৬০ শতাংশ থেকে কমিয়ে ৫.৪০ শতাংশ করা হয়েছে। তবে অন্যান্য মেয়াদের সঞ্চয়ের সুদের হার অপরিবর্তিত রয়েছে। নতুন করে স্থায়ী আমানতের খাতা খুললে কিংবা পুরনো আমানত নবীকরণ হলে এই নতুন সুদের হার কার্যকর হবে।

অন্যদিকে, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ প্রকল্প এস বি আই ইউ কেয়ারের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই প্রকল্পে সাধারণত প্রবীণ নাগরিক ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পেয়ে থাকেন। পাঁচ বছর বা তার বেশি মেয়াদের আমানতে ৩০ বেসিস পয়েন্ট প্রেমিয়াম দেয়া হয় প্রবীণ নাগরিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *