আমাদের ভারত, হাওড়া, ৩ নভেম্বর: বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার পর গুন্ডা বদমাইশদের উত্তরপ্রদেশের মত এনকাউন্টার করা হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। বাগনানের বিজেপি নেতা কিঙ্কর মাজী খুনের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বাগনান বনধের দিন ধৃতদের মুক্তির দাবিতে বিজেপির ডাকা বাগনান থানায় ডেপুটেশন কর্মসূচিতে যোগ দিতে এসে এই হুঁশিয়ারি দেন সায়ন্তন।
এদিন তিনি বলেন, বাগনানে অনেক রাজা গজা আছে ক্ষমতায় আসলে তাদের অবস্থা বিকাশ দুবের মত হবে। সায়ন্তন বসু বলেন, উত্তরপ্রদেশের জেলে বন্দি থাকা গুন্ডারা জামিন নিতে ভয় পায়। কারণ তারা জানে জেল থেকে বাইরে বের হলে যদি এক্সিডেন্ট হয়। তিনি বলেন, উত্তরপ্রদেশের মতো এই রাজ্যেও অনেক ছোট বড় মস্তান আছে যাদের বিজেপি পকেটে পুরে রাখে।
বিজেপি হনুমানের দল প্রসঙ্গে সায়ন্তন বলেন, আমরা হনুমানের দল হতে পারি কিন্তু আইএসআই বা জামাতের দল নয়। সায়ন্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, নবান্ন অভিযানের দিন মুখ্যমন্ত্রীর নবান্ন বন্ধ করে ইতিহাস সৃষ্টি করেছেন। যদিও এটা একটা নমুনা মাত্র ছিল বলে জানান সায়ন্তন। এদিনের সভা মঞ্চ থেকে পুলিশদের হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতা বলেন, আমি এখন থানা জ্বালাবো না থানার গেটে তালা দিয়ে দেবো আপনারা না খেতে পেয়ে মরবেন। বাগনান থানার আইসিকে হুঁশিয়ারি দিয়ে সায়ন্তন বলেন, আপনি দিন গোনা শুরু করুন। এদিনের এই ডেপুটেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং, ভারতী ঘোষ, মাফুজা খাতুন, শঙ্কুদেব পণ্ডা, বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিব শংকর বেজ, সহ-সভাপতি রমেশ সাধুখাঁ সহ অন্যান্যরা।
এদিকে সায়ন্তন বসু মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায়। তিনি বলেন, বিজেপি যে সংস্কৃতিতে বিশ্বাস করে তারা সেই ভাষায় কথা বলেছে। আমরা জনগণের উপর ছেড়ে দিলাম। তারা এর বিচার করবেন।
প্রসঙ্গত, অষ্টমীর দিন বাড়ির সামনে গুলিবিদ্ধ হন বিজেপি নেতা কিঙ্কর মাজী। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনায় পুলিশ এখনোও পর্যন্ত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলেও বাকিরা অধরা। আর বাকি দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তোলা হয় এদিনের সভা মঞ্চ থেকে।