আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ ডিসেম্বর: নাগরিক সংশোধনী বিল এবং ক্যাবের বিরোধীতার নামে যে আক্রমণ চলছে মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশেই হচ্ছে বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু। শনিবার ঝাড়গ্রামে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী লুঙ্গি বাহিনি এই তান্ডব চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এভাবে আক্রমণ হতো না। তিনি পুলিশকে নিষ্ক্রীয় রেখেছেন। ছেচল্লিশের গণহত্যার দাঙ্গাকে মনে করিয়ে দিচ্ছেন তিনি। ঘটনাক্রম দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হতে চলেছে। তার দাবি, কেন্দ্রীয় সরকার আইন বলবৎ করেছে। সুতরাং কেন্দ্র তা পালন করতে পদক্ষেপ করবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতা প্রসঙ্গে তিনি বলেন, কলকাতা- দিল্লি যে সমস্ত ট্রেন চলছে তিনি তা বন্ধ করতে গেলে কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ক্যাবের বিরোধীতা প্রসঙ্গে তার মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত কিছু নেতা মানুষকে খেপিয়ে তুলছেন। তার মূল্য তাদের চুকাতে হবে। সায়ন্তন বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সুরাবর্দীর মতো। ইতিহাস তাকে যেমন ক্ষমা করেনি তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাঙালি হিন্দুরা তার অপকর্মের জন্য কোনওদিন ক্ষমা করবে না।