কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে রাজ্যের তৃণমূল সরকার নাম বদলে মানুষকে বোকা বানাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম বদলে হয়ে গেল বাংলা আবাস যোজনা। টাকা দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার আর নাম কিনছে রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুরে এক সভায় তৃণমূলকে আক্রমণ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর। মেদিনীপুরের রথিপুরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সায়ন্তন বসু বলেন, রাজ্যে কোনও শিল্প হয়নি। একমাত্র দেশি মদের শিল্প তৈরি হয়েছে। কুড়ি টাকার পাউচ ভর্তি দেশী মদ বিক্রি হচ্ছে। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়া হবে। তিনি তীব্র কটাক্ষ করে বলেন, টেট পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তৃণমূল নেতারা পকেটে ভরেছেন। এরপরে পরীক্ষার্থীরা তৃণমূল নেতাদের বাড়ি ভেঙ্গে দেবে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা বাংলা আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা নিয়েছে। কাটমানিতে ভরে গেছে এই দল।
সায়ন্তন বসু আরও বলেন, পশ্চিমবঙ্গ এখন সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদের হাবে পরিণত হয়েছে। যখন তখন এনআইএ এই রাজ্যে এসে যাচ্ছে। তিনি রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে। তিনি বলেন, ঐতিহ্য মন্ডিত মেদিনীপুর জেলাকে এখন তৃণমূল নেতারা বেইমান বলছেন। এই অপমান মেদিনীপুরের বাসিন্দারা মেনে নেবেন না। তিনি তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলেন, আর ১২০ দিন বাকি। ১২০ দিন পর যে ব্যবহার আমাদের সঙ্গে করেছেন, ঠিক সেই ব্যবহার আপনারাও পাবেন।
এদিন বিজেপির পূর্ব মন্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি রমিজ রাজার হাত ধরে আরবের একজন ব্যবসায়ী এবং ঘাটাল পূর্ব মন্ডলের নেত্রী চন্দনা সামন্তর হাত ধরে ৩০টি পরিবারের মহিলারা বিজেপিতে যোগ দেন।