নারদায় সৌগতকে দোষী মানলেও শুভেন্দুকে দোষী মানতে নারাজ সায়ন্তন বসু

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ ডিসেম্বর: শুভেন্দু অধিকারীকে নারদায় দোষী মানতে নারাজ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর নারদার ভিডিও ফুটেজ স্পষ্ট নয়, তবে সৌগত রায়ের ভিডিও ফুটেজে স্পষ্ট উনি কি করছেন?

আজ সকালে উত্তর ২৪ পরগনার বারাসাতে চা চক্র কর্মসূচিতে এসেছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সেখানে নারদা কাণ্ড প্রসঙ্গে বললেন, “নারদার ভিডিও ফুটেজ আমরা আবার জনে জনে দেখাব, তবে নারদার ভিডিও ফুটেজে শুভেন্দু অধিকারীকে দেখা গেলেও উনি কি নিচ্ছেন সেটা দেখা যায়নি। তবে সৌগত রায়ের ভিডিও ফুটেজে সব স্পষ্ট দেখা গেছে। এমনকি কথোপকথন শোনা গেছে। তবে আমি ক্লিন চিট দেওয়ার কেউ নই, তদন্ত চলছে। সৌগত রায় বয়স্ক মানুষ, সাইড লাইনে দাঁড়িয়ে জ্যাঠা মশাইয়ের রোল প্লে করছেন। উনি ভালো থাকুন।”

তিনি আরো বলেন, “আমরা এই মুহূর্তে পৌরসভা ভোটের জন্য প্রস্তুত আছি। তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক তা হলে তৃণমূল সবকটা পৌরসভা হারবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *