আমাদের ভারত, নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, ১৭ আগস্ট: বহুমুখী স্বাস্থ্যকর্মীদের অনশন মঞ্চে হাজির হয়ে তাদের পাশে থাকার বার্তা দিলেন বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সায়ন্তন বসু ছাড়াও এই দিন উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিগগা, বিজেপি জেলা সভানেত্রী মালতি রাভা রায় প্রমূখ। স্বাস্থ্যকর্মীদের দাবি-দাওয়া নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে সায়ন্তন বসু জানান।
কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গত ছয়দিন ধরে অনশন করছেন বহুমুখী স্বাস্থ্যকর্মীরা। সাম্মানিক বৃদ্ধিসহ স্থায়ীকরণের দাবি রয়েছে তাদের। আজ তাদের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার উৎসব করার জন্য টাকা খরচ করলেও স্বাস্থ্য কর্মীদের বেতন দিচ্ছে না। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেন তিনি। এদিন সায়ন্তন বসু অনশন মঞ্চে যাওয়ার আগে সেখানে যান তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, তিনি অনশনরত বহুমুখী স্বাস্থ্যকর্মীদের অনশন তুলে নেওয়ার আবেদন করেন। যদিও এই নিয়ে সায়ন্তনবাবুর দাবি, এতদিন না এসে যখন শুনেছে তার আসার কথা, তার আগে এসে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন তৃণমূল জেলা সভাপতি। বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন পার্থ প্রতিম রায়।
উল্লেখ্য গত ১২ তারিখ থেকে বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে সামনে অনশনে বসেছেন বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যেই একজন অসুস্থ হয়ে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, সেখানেও অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। যদিও বিজেপি নেতার রাজভবনে নিয়ে যাওয়ার আশ্বাস প্রসঙ্গে আন্দোলনকারী বহুমুখী স্বাস্থ্যকর্মীদের দাবি এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

