পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: গত ৪ জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের হাইস্কুল ময়দানে ছোট আঙ্গারিয়া শহিদ স্মরণে বিজেপির সমাবেশে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই সমাবেশ থেকে একাধিক প্রসঙ্গ টেনে তৃণমূলের একাধিক নেতৃত্বকে নিশানা করেছিলেন তিনি। আজ অর্থাৎ সোমবার বিকেলে ওই মাঠে পাল্টা সভা করল তৃণমূল।
গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক জনসভার ডাক দেয় তৃণমূল। সেই সমাবেশে যোগ দিয়েছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়া উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা সহ একাধিক নেতৃত্ব।
এদিন এই সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন সায়নী ঘোষ। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, আগামী লোকসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, বিজেপি বাড়ি বাড়ি গিয়ে টাকা দেবে এমনটাই অভিযোগ তোলেন তিনি। আর সেই টাকা নেওয়ার পরেও যাতে তৃণমূলকে ভোট দেওয়া হয় এমনটাই বার্তা দেন তিনি।