আমাদের ভারত, ২১ সেপ্টেম্বর: বিদেশে দ্রব্য বর্জন করুন। ভারতের হৃত গৌরব ফেরাতে দেশবাসীকে স্বদেশী দ্রব্য কেনার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেলে জিএসটি-২ এর উদ্বোধন করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদীর আহ্বান আত্মনির্ভরশীল ভারত গঠনের লক্ষ্যে স্বদেশী জিনিস কিনুন এবং স্বদেশী জিনিস বিক্রি করুন।
প্রধানমন্ত্রী বলেন, অজান্তেই আমাদের জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে বিভিন্ন বিদেশী দ্রব্য। এই ফাঁদ থেকে আমাদের মুক্ত হতে হবে। মেড ইন ইন্ডিয়াকে আপন করে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এখন থেকে আপনারা গর্বের সঙ্গে বলুন আমি স্বদেশী জিনিস কিনি এবং স্বদেশী জিনিস বিক্রি করি।
জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে ছড়িয়ে গিয়েছে বিদেশী পণ্য। তা অনেক সময় আমরা নিজেও জানি না। কিন্তু এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। মেড ইন ইন্ডিয়া পণ্য কিনতে হবে আমাদের। যেখানে আমাদের দেশের মানুষের পরিশ্রম মিশে রয়েছে। প্রতিটি বাড়িকে স্বদেশী প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি দোকানকে স্বদেশী পণ্যে সাজিয়ে তুলতে হবে। গর্বের সঙ্গে বলতে হবে, আমি স্বদেশী জিনিস কিনি।
দেশের স্বাধীনতার লড়াইয়ের সময় স্বদেশী আন্দোলনের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা আন্দোলন শক্তি পেয়েছিল এই স্বদেশী অভিযান থেকেই। ঠিক একইভাবে আমাদের দেশের সমৃদ্ধি অভিযান শুরু হবে এই স্বদেশী পণ্যের মাধ্যমে।

