আমাদের ভারত, ২৬ সেপ্টেম্বর: জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়ে সোমবার বিদ্যাসাগরের মূর্তি বা প্রতিকৃতিতে মাল্যদান ও সভা করা হয়। সারা বাংলা সেভ এডুকেশন কমিটির তরফ থেকে সোমবার বিদ্যাসাগরের ২২৩-তম জন্মদিনকে ‘শিক্ষা বাঁচাও দিবস’ হিসাবে পালন করা হয়।
কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে এদিন মাল্যদান করেন সংগঠনের সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ২০২০ সালের ২৯ জুলাই যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছিল তা এদেশে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার জনক বিদ্যাসাগরের শিক্ষাচিন্তার সম্পূর্ণ বিরোধী।
অধ্যাপক নস্কর তাঁর বক্তব্যে জাতীয় শিক্ষানীতিতে ইণ্ডিয়ান নলেজ সিস্টেমের নামে ইতিহাসের বিকৃতি, বিজ্ঞান বিরোধী চিন্তা-ভাবনার প্রসার এবং শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের তীব্র প্রতিবাদ করেন। পঃবঃ সরকারও যেভাবে কেন্দ্রীয় শিক্ষানীতির ঢংয়ে স্কুল শিক্ষায় পিপিটি মডেল চালু তারও সমালোচনা তিনি করেন। সংগঠনের সহসম্পাদক ডঃ মৃদুল দাস এবং হিন্দু স্কুলের শিক্ষক সবুজ ভুঁইঞা সহ আরও অনেকে তাঁদের মতামত রাখেন।
ডেবরায় একটি অনুষ্ঠানে বিদ্যাসাগরের মূর্তির আবরণ উন্মোচন করে জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণ বাতিলের দাবি করেন কমিটির সভাপতি প্রাক্তন উপাচার্য চন্দ্রশেখর চক্রবর্তী। শিলিগুড়ি, হলদিবাড়ি, মেদিনীপুর শহর, বেলদা, আন্দুল, বাঁকুড়া, পুরুলিয়া, বহরমপুর, কৃষ্ণনগর, কাকদ্বীপ, ক্যানিং সহ সারা রাজ্যে এমন কর্মসূচি পালিত হয়।

