বাংলাকে বাঁচান! পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ, পুরুলিয়ায় তিন সাধুকে মারধরের ঘটনায় সরব সুকান্ত অমিত মালব্যরা

আমাদের ভারত, ১৩ জানুয়ারি: মকর স্নানের উদ্দ্যেশ্যে গঙ্গাসাগরে যাওয়ার পথে উত্তরপ্রদেশ থেকে আসা তিন সাধুর ওপর পুরুলিয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে শনিবার সকাল থেকে উত্তাল হয়েছে রাজ্য। তিন সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, এই ঘটনার পেছনে শাসক দল তৃণমূলের হাত রয়েছে।

গঙ্গাসাগর যাওয়ার পথে পুরুলিয়ায় ৩ সাধু আক্রান্ত হয়েছেন, ভাঙ্গচুর করা হয়েছে তাদের গাড়িও। নিছক গুজবের জেরে ওই তিন সাধু আক্রান্ত হন বলে
জানাগেছে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে ১২ জন। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়।

এই দুর্বিষহ ঘটনার পর ওই সাধুরা জানিয়েছেন, তারা আর গঙ্গাসাগর মেলায় যাবেন না, তারা উত্তর প্রদেশের বরেলিতে তাদের বাড়িতেই ফিরে যাবেন। একজন সাধু জানিয়েছেন, “আমরা গঙ্গাসাগর যাচ্ছিলাম, তখন আমাদের গাড়ি ভাঙ্গচুর হয়েছে, আমাদের বেধড়ক মারধর করা হয়েছে। ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছি। পরে পুলিশ এসে আমাদের ছাড়িয়েছে। আমরা এবার ফেরত চলে যাব।”

এই ঘটনায় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেছেন, রাজ্যের অবস্থা মহারাষ্ট্রের পালঘরের মতো। এখানে শাহজাহানের মতো গুন্ডা ঘুরে বেড়াচ্ছে, আর যখন এই সাধুদের দেখেছে তারা গেরুয়া বস্ত্রধারী সঙ্গে সঙ্গে তাদের উপর আক্রমণ হচ্ছে। শুক্রবার রাতের দিকে তিন সাধুকে কাশীপুর থানা থেকে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়িতে নিয়ে আসা হয়েছে। ঘটনায় মমতা সরকাকে তুলোধুনা করেছেন বিজেপির রাজ্য সভাপতির সুকান্ত মজুমদার। তিনি দাবি করেছেন, সন্দেশখালি কান্ডে শাহজাহানকে সুরক্ষা দিয়ে রাখছেন মমতা সরকার, অন্যদিকে সাধুদের ওপর হামলা চালানো হচ্ছে। শনিবার তিনি ফোনে ভিডিও কল করে আক্রান্ত সাধুদের সঙ্গে কথা বলেন। তাদের ইচ্ছামতো গন্তব্যে সুরক্ষিত ভাবে পৌঁছে দেওয়ার কথা জানান।

এই ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দেগেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থা যে ভেঙে পড়েছে তার জ্বলন্ত নিদর্শন এই ঘটনা। এই ঘটনার ভিডিওটি টুইট করে বিজেপি তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন, পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। পালঘরের মতো সাধুদের জামা কাপড় খুলে মারধর করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত থাকা দুষ্কৃতীরা, যে সাধুরা মকর সংক্রান্তির জন্য গঙ্গাসাগরে যাচ্ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীরা রাজ্যে সুরক্ষা পায় এবং সাধুদের গণপিটুনির মুখে পড়তে হয়। পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ। ওই টুইটের সঙ্গে সেভ বেঙ্গল (বাংলাকে বাঁচানো) হ্যাশট্যাগ ব্যবহার করেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান।

1 thoughts on “বাংলাকে বাঁচান! পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ, পুরুলিয়ায় তিন সাধুকে মারধরের ঘটনায় সরব সুকান্ত অমিত মালব্যরা

  1. Chiranjib Mondal says:

    এদের উপযুক্ত শাস্তি চাই,
    রাষ্ট্র পতি শাসনের দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *