সমালোচকদের হুমকি দেওয়ায় তোপের মুখে সৌগত রায়

আমাদের ভারত, ২২ আগস্ট: ‘’সবাইকে চোর বললে, আমরাও রুখে দাঁড়াব।“ তৃণমূল সাংদ সৌগত রায়ের রবিবার রাতে এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া হচ্ছে সামাজিক মাধ্যমে।

একটি বাংলা সংবাদ চ্যানেলে সৌগত রায়ের মন্তব্য সম্প্রচারের পর সোমবার বেলা সাড়ে ১২ টা পর্যন্ত খবরটি দেখেছেন ২৮ হাজার জন। লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা যথাক্রমে ২ হাজার, ৭০৭ ও ২২।

গৌতম সরকার লিখেছেন, “চুরি করবে অথচ চোর বলা যাবে না। তাহলে বাংলা শব্দভান্ডার থেকে “চোর ” শব্দটা তুলে দেওয়া দরকার। আর চুরি করলে তাঁকে ‘মহামানব’ আখ্যায়িত করা হোক।“

দ্বৈপারন ডেভিডসন লিখেছেন, “সৌগতবাবু সাধুবাবা, ক্ষমতার লোভে যে হাজার বার রাজনৈতিক দল পরিবর্তন করে, যাঁর আদর্শ বলে কিছু নেই, তাঁর দাদা তথাগত রায় যদি বলতেন মানাতো। সার্টিফিকেট থাকলে শিক্ষিত হয় না। আদর্শ মনুষত্ব যদি সত্যি সত্যি থাকতো তাহলে এই কথা মুখে মানায়?“

অপূর্ব শোভন চক্রবর্তী লিখেছেন, “নিশ্চয়ই, যেমন কানাকে কানা বলতে নেই, সেরকম চোরেদের ও চোর বলতে নেই!“ শেখর ভট্টাচার্য লিখেছেন, “সূত্রের খবর এটা অপার ফ্ল্যাটেও যেত।“ সায়নী ঘোষ লিখেছেন, “‘আমরা সবাই চোর’ কারা যেন গলায় মালা করে ঝুলিয়ে রেখেছিল!“

মহম্মদ সরফরাজ নওয়াজ লিখেছেন, “যখন হার্মাদ বলতেন সবাইকে তখন আমরা তো রাগিনি, আমরা হার্মাদ নই তাই রাগিনি। আর এখন চোরদের চোর বলছি তো রাগছো কেনো বাপু? ১০০ বার চোর বলবো ১০০০ বার চোর বলবো। চোর চোর চোরটা।”

কৌশিক সাহা লিখেছেন, “ও তো নিজেই ইন্টেলেকচুয়াল নির্লজ্জ মিথ্যাচারী গিরগিটির মতো কথা পাল্টায়।“ মানস মন্ডল লিখেছেন, “তৃণমূল আর চোর দুটিই সমার্থক শব্দ। চোরের জায়গায় তৃণমূল। আর তৃণমূলের জায়গায় চোর শব্দ ব্যবহার করা যেতে পারে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *