অর্জুন সিংকে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সৌগত রায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ ডিসেম্বর: এবার সরাসরি বিজেপি সাংসদ অর্জুন সিংকে চ্যালেঞ্জ করে বসলেন দমদম কেন্দ্রের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। অর্জুন সিংকে উদ্দেশ্য করে সৌগত রায় বলেন, “২০২১–এর বিধানসভা ভটে ওর ভাটপাড়া আমরা কেড়ে নেব। ২০২৪ এ লোকসভা ভোটে ওর থেকে ব্যারাকপুরও কেড়ে নেব। ভাটপাড়াতে ওর সঙ্গে নিজের লোকই এখন নেই। লোকসভা ভোটে মাত্র ১৫ হাজার ভোটে ও জিতেছিল। আমরা ওর সিট কেড়ে নেব। পারলে আমার চ্যালেঞ্জের মোকাবিলা করুক অর্জুন।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে জুট শিল্প শ্রমিক সমাবেশে এসেছিলেন সৌগত রায়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এভাবেই ব্যারাকপুরের মাটিতে দাঁড়িয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে সরাসরি চ্যালেঞ্জ করলেন দমদম কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায় ।

শুভেন্দু অধিকারীর দল ছাড়ার জল্পনা প্রসঙ্গে বলেন,
শুভেন্দু কেন, কেউ দল ছাড়লে তৃণমূলের ফারাক হবে না, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় দলটার নেতৃত্বে আছেন, ততক্ষণ দলের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *