আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ আগস্ট: কিছুদিন আগেই গোপীবল্লভপুর ১ নং ব্লকের সিজুয়া গ্রাম থেকে ভিন রাজ্য থেকে ফেরত আসা একজন অসুস্থ মানুষকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যকাম পট্টনায়েক পিপিই পরে নিজের মটোরসাইকেলের পেছনে বসিয়ে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন। ফের একই ভাবে গোপীবল্লবপুরের শ্যামসুন্দরপুরের এক ব্যক্তিকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করালেন।

বাড়িতে থাকা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছালেন যুব সভাপতি। রবিবার ফের এমনই মানবিক মুখ দেখা গেল গোপীবল্লভপুরে। শ্যামসুন্দরপুর গ্রামের এক ব্যক্তির জ্বর সর্দি কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। সেই খবর পান গোপীবল্লভপুর ১নং ব্লকের তৃণমূলের যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক তার যুব যোদ্ধাদের কাছ থেকে। জানার পর নিজে পিপিই কিট পরে মোটরসাইকেলে চাপিয়ে তাকে গোপীবল্লভপুর হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায় যে, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় বেরা (৩৫) আজ থেকে চারদিন আগে ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসেছিলেন তারপর থেকেই সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। তবে এই চিত্র এই প্রথমবার নয়। প্রসঙ্গত, গত ১০ আগস্ট গোপীবল্লভপুর ১নং ব্লকের সিজুয়া গ্রামের এক অসুস্থ ব্যক্তিকে পিপিই কিট পরে তার বাইকে চাপিয়ে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এবিষয়ে যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক বলেন, “গতকাল রাতে আমি আমার যুবযোদ্ধাদের কাছ থেকে জানতে পারি এই ঘটনা। তারপরেই আজ সকালে ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছিলাম। কিন্তু ওনাদের কাছ থেকে কোনোরকম সাহায্য না পেয়ে নিজে গিয়ে সেই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দি।”

