আমাদের ভারত, মেদিনীপুর, ২ মে: পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের ডাকে শহরের গান্ধী মূর্তির পাদদেশে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নানা দুর্নীতির অভিযোগে সত্যাগ্ৰহ আন্দোলন ডাক দেওয়া হয়। মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটে পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
কংগ্রেস এর প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ব্যাংক, রেল সহ নানা রাষ্ট্রীয় সম্পদ এর বেসরকারিকরণের অভিযোগে এই কর্মসূচি। তাছাড়াও রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ সহ সরকারি নানান দপ্তরে নিয়োগ দুর্নীতি, আবাস যোজনা, একশ দিনের কাজ সহ নানান প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে সত্যাগ্ৰহ আন্দোলন। তাদের অভিযোগ, তৃণমূল এবং বিজেপির মেলবন্ধনে বাংলায় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি হচ্ছে, তার প্রতিবাদে এই কর্মসূচি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি উজ্জ্বল মুখার্জি, কংগ্রেস নেতা অনিল শিকারিয়া, কুনাল ব্যানার্জি, শিক্ষক নেতা আশীষ মাঝি, পার্থ ভট্টাচার্য্য, অরুপ মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাছাড়াও প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।