ব্যারাকপুরের বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে পৌঁছে দেওয়া হল স্বাস্থ্য সাথী কার্ড

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৫ ফেব্রুয়ারি:
স্বাস্থ্য সাথীর কার্ড পেলেন ব্যারাকপুরের বৃদ্ধাশ্রমের আবাসিক বৃদ্ধ বৃদ্ধারা। মানবিক দৃষ্টান্ত স্থাপন করে ব্যারাকপুরের ভোলানন্দ বৃদ্ধাশ্রমে গিয়ে প্রায় ১০০ জন আবাসিক বৃদ্ধ বৃদ্ধাদের হাতে স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেওয়া হল শুক্রবার দুপুরে। প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক সম্রাট তপাদার বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিক বৃদ্ধ বৃদ্ধাদের হাতে স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেন। বৃদ্ধ বৃদ্ধারা স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে ভীষন খুশি।

তৃণমূল নেতা সম্রাট তপাদার বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনীতির স্বার্থের কথা চিন্তা করেন না। তিনি মানবিক দৃষ্টান্ত রেখে সকলের হাতে স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দিচ্ছেন। এই বৃদ্ধ বৃদ্ধাদের অনেকেই বয়সের ভারে ক্লান্ত তারা ভোট দিতে যেতে পারবেন না। কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকের কথা চিন্তা করে স্বাস্থ্য সাথী কার্ড সকলের হাতে তুলে দিলেন।” ভোলানন্দ বৃদ্ধাশ্রমের আবাসিকরা স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়ে ভীষন খুশি, তারা আশীর্বাদ করেছেন তৃতীয় বারের জন্য রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *