পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১১ এপ্রিল: স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অবেদন করলেন বিজেপির এক নেত্রী। দলের মহিলা মোর্চার রাজ্য সহ সভানেত্রী অন্তরা ভট্টাচার্য সোমবার এই আবেদনপত্র জমা দেন।
সোমবার পিংলার রঘুনাথচক প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির ছিল। নেত্রী সেই শিবিরে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদনপত্র জমা দেন। সেখানে নিজের নামের সঙ্গে স্বামী বিকাশ চক্রবর্তী ও কন্যা অস্মিতা চক্রবর্তীর নামও আছে।
প্রসঙ্গত, এর আগে গোপীবল্লভপুরে দিলীপবাবুর আত্মীয়ারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন। অন্তরাদেবী একসময় সিপিএম পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি ছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন। গত বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন। একসময় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রীও ছিলেন।
তৃণমূলের ব্লক সভাপতি শেখ সবেরাতি বলেন, ওরা মুখে মুখ্যমন্ত্রী ও তাঁর প্রকল্পগুলির সমালোচনা করেন। আবার তার সুযোগও নেন। এই ঘটনা তার বড় প্রমাণ।
অন্তরাদেবী বলেন, আমি তো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করিনি। স্বাস্থ্যসাথী কার্ড তো তৃণমূল দেয়নি, রাজ্য সরকার দিচ্ছে। তারজন্য আবেদন করতেই পারি। আবেদন করেছি। পরিষেবা তো পাইনি। রাজ্য সরকার জনগণের সরকার। মানুষ পরিষেবা পাওয়ার জন্য চেষ্টা করতেই পারেন।