Saraswati Pujo, Medinipur, মেদিনীপুরের পাটনা বাজার স্টুডেন্ট ক্লাবের ৫৭তম বর্ষে সরস্বতী পুজোর থিম “এবার কুরুক্ষেত্র”

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ফ্রেব্রুয়ারি: সরস্বতী পুজোর থিম, তাও আবার কুরুক্ষেত্রের আদলে। কুরুক্ষেত্র যুদ্ধের সময় কী কী ঘটেছিল সে বিষয়ে থার্মোকল ও পটচিত্রের মাধ্যমে তুলে ধরলো পাটনা বাজার স্টুডেন্ট ক্লাব। ৫৭তম বর্ষে ৮ লক্ষ বাজেটের পুজোর এবারের থিম “এবার কুরুক্ষেত্র”।

মহাভারতের কাহিনী কে না জানে। সিংহাসন এবং ক্ষমতার লড়াইকে কেন্দ্র করেই কৌরব ও পাণ্ডবদের লড়াই আজ সর্বজনবিদিত। যদিও শেষ পর্যন্ত দু’পক্ষ শেষ হয়ে গিয়েছিল এই ঘটনায়। এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ, অর্থ, ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। মান সম্মান ধুলোয় ভূ- লুণ্ঠিত হয়েছিল তার কারণ একটাই, তা হলো ক্ষমতা দখলের লড়াই। সেই ইতিহাস আজও নাড়া দেয় সবার মনে। বর্তমানেও সেই একই পরিস্থিতি বলে মনে করছে মেদিনীপুর শহরের পাটনা বাজারের স্টুডেন্ট ক্লাব। তাদের ৫৭তম বর্ষে তাই এবার তাদের থিম কুরুক্ষেত্র। প্রায় ৮ লক্ষ টাকা খরচ করে কুরুক্ষেত্র মডেলের যাবতীয় দিকগুলি ফুটিয়ে তুলেছেন তারা। যেখানে দেখানো হয়েছে দাবা খেলা ও পাশা খেলার মধ্য দিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে সিংহাসন পাওয়ার লড়াই। শুধু সিংহাসন পাওয়ার কথা বললে ভুল হবে, সেই সঙ্গে কিভাবে একের পর এক মানুষের ঘাড়ে পা দিয়ে সিঁড়ির মধ্য দিয়ে উঠে সিংহাসন দখল এবং অর্থ, লোভ-লালসা মেটানো। যা বর্তমান সমাজের ক্ষেত্র প্রযোজ্য।

বর্তমান সমাজেও দেখা গেছে কিছু মানুষ অর্থ এবং সিংহাসন পাওয়ার জন্য সেই সঙ্গে তার লালসা চরিতার্থ করার জন্য একের পর এক যুদ্ধ লাগিয়ে দিচ্ছে বিভিন্ন ভাবে। দেশের সঙ্গে দেশের, রাজ্যের সঙ্গে রাজ্যের বা কখনো জেলায় জেলায় মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। সেই কুরুক্ষেত্রের শেষে স্বয়ং শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন এই লড়াইয়ের মাহাত্ম্য। এও এখানে ফুটিয়ে তোলা হয়েছে।

এ বিষয়ে ক্লাবের কর্মকর্তা লক্ষ্মীকান্ত দাস বলেন, “কুরুক্ষেত্রের যুদ্ধে মূলত কী কী ঘটেছিল তা আমরা বিভিন্ন পটচিত্র, থার্মোকলের কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছি এই মন্ডপে। শুধু যে সিংহাসন এবং টাকার লোভেই এত বড় যুদ্ধ বাধিয়ে দিয়ে সব নষ্ট ও ধ্বংস করা যায় তা আমরা ফুটিয়ে তুলেছি। এবারে আমাদের ৮ লক্ষ টাকা খরচা করে ৫৭তম বর্ষের এই নজর কাড়া মণ্ডপ দর্শনার্থীদের মধ্যে প্রভাব ফেলবে। আমরা মনে করি, দুর্গা পুজোর মতনই এই সরস্বতী পুজোয় ভিড় হবে আমাদের মন্ডপে। আজ এই পুজো মন্ডপের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক সুজয় হাজরা। উপস্থিত ছিলেন কাউন্সিলর মৌসুমী হাজরা, বিশ্বনাথ পান্ডব, সমাজসেবী গোপাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *