আমাদের ভারত, মালদা, ২৯ জানুয়ারি: আদিবাসী অধ্যুষিত এলাকায় সরস্বতী পুজো মণ্ডপে পুজোকে ঘিরে দেখা গেল সম্প্রীতির বার্তা। এবছর সরস্বতী পুজোতে অংশগ্রহণ করলেন অব্রাহ্মণ মহিলা পুরোহিত। ঘটনাটি মালদার গাজোল থানার তালতলা এলাকার উত্তর মালদা টিচার্স এডুকেশন কলেজের। পাশাপাশি চলে প্রসাদ বিতরণের পালা।
জানা গিয়েছে, পুরোহিতের নাম সুলতা মন্ডল। তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রী। বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা এলাকার বাতাসীতে। ২০১৯ সালে মালদা কলেজে সরস্বতী পুজো করে মহিলা পুরোহিতের খাতায় নাম লিখিয়েছিলেন। এবছর ঘটা করে তাঁকে পুরোহিতের মর্যাদা দিয়ে উত্তর মালদার টিচার্স ট্রেনিং কলেজে সরস্বতী পুজো করলেন। পুরোহিত নন তিনি, তবে কন্ঠে সুস্পষ্ট সরস্বতী বন্দনার মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সরস্বতী পুজোর পাঠ সারেন। পাশাপাশি পুজোয় মাতে আদিবাসী আধ্যুষিত এলাকার মানুষ।
সুলতা মন্ডল জানান, এক বছর আগে সরস্বতী পুজো দিয়ে পাঠ শুরু করেছি। এরপর জেলা ছাড়িয়ে মেদিনপুর সহ রাজ্যর বিভিন্ন জায়গায় দুর্গাপুজো সহ শ্রাদ্ধানুষ্ঠান করেছি। এখন মেয়েরা সব কাজ করতে পারে। বাড়িতেও তাঁরা প্রতিদিন পুজো করে। সেক্ষেত্রে এই পুজো করতে অসুবিধা কোথায়। এবছর আমি এখানে পুজো করার অনুমতি পেয়ে আমি খুশি।
অন্যদিকে কলেজ পরিচালন কমিটির সভাপতি জাহেদা খাতুন বলেন, দেখুন এখন সব ক্ষেত্রে মহিলারা এগিয়ে রয়েছে। এক্ষেত্রে মহিলারা পুজো করায় মহিলাদের উৎসাহ বাড়বে। এতে আমরাও খুশি।
হিন্দুত্ববাদী সংগঠন সিংহবাহিনীর সভাপতি দেবদত্ত মাজি এই সুলতা মণ্ডল’কে তাঁদের নিজেদের কর্মী বলে দাবি করেছেন। তিনি বলেন, রীতিমতো পুরোহিত ট্রেনিং দিয়ে পুজোর সমস্ত নিয়মকানুন শেখানো হয়েছে। কলকাতায়ও গতবছর কালীপুজো করেছেন। তিনি বলেন, এমন একটা দিন আসবে যখন প্রায় সব জায়গাতেই এই মহিলাদের পুরোহিত হিসেবে স্বীকৃতি দেবে সমাজ এবং এই প্রথা ছড়িয়ে পড়বে।