আমাদের ভারত ১৫ জানুয়ারি: পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স মেন অর্থাৎ JEE (Main) এর প্রথম সেশনে পরীক্ষার দিন পরিবর্তন করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরিবর্তিত সূচি অনুযায়ী এ রাজ্যে আগামী ২৩ জানুয়ারির পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে ২৯ জানুয়ারি।

সূচি পরিবর্তন কেবলমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্যই কার্যকর করা হয়েছে বলে জানাগেছে। আগে সূচি ও পরীক্ষার দিন ছিল ২৩ জানুয়ারি। কিন্তু ওই দিন রাজ্যে একসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো। উৎসব ও মহাপুরুষের জন্মজয়ন্তী উপলক্ষে রাস্তাঘাটে যানজট ও যাতায়াতের সমস্যার আশঙ্কায় পরীক্ষার্থীরা উদ্বিগ্ন ছিলেন। পরীক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার উচ্চ শিক্ষা দপ্তরের কাছে চিঠি লিখে আবেদন জানান।

চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ২৩ জানুয়ারি রাজ্যে সরস্বতী পুজো এবং নেতাজি জন্ম জয়ন্তী পালিত হবে রাজ্যজুড়ে। এর ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের সমস্যার মুখে পড়তে হতে পারে। পরীক্ষার্থীদের স্বার্থে এবং পরীক্ষা প্রক্রিয়া নির্বিঘ্নে করতে ওই দিনের পরীক্ষা রিসিডিউল করার অনুরোধ জানান তিনি। তাঁর এই আবেদনের প্রেক্ষিতে এনটিএ দ্রুত পদক্ষেপ করে নতুন নির্দেশিকা জারি করে।
ইতিমধ্যে এনটিএ’র নিজস্ব ওয়েবসাইটে এই পরিবর্তিত সূচি প্রকাশিত হয়েছে। ২৯ জানুয়ারি পরীক্ষা হবে। এর ফলে পরীক্ষার্থীরা কিছুটা উদ্বেগ মুক্ত হলো বলেই মনে করা হচ্ছে।

