অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৬ জানুয়ারি: সমারোহে এবং পবিত্র পরিবেশে ঢাকায় বিভিন্ন স্থানে সরস্বতী পূজার আয়োজন করা হয়।
মহানগর সর্বজনীন পূজা কমিটির তরফে এই প্রতিবেদককে জানানো হয়েছে, “শ্রীশ্রী সরস্বতী পূজা হিন্দু সম্প্রদায়ের শতশত বছর ধরে চলে আসা একটি ধর্মীয় অনুষ্ঠান। সরস্বতী পূজা হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর মা-বোনেরা মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পরিবার পরিজনের ধর্মীয় ও শিক্ষাগত জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা ও বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে আসছে। বর্তমানে এই পূজাটি সর্বজনীন পূজা হিসেবে মঠ, মন্দির, উপাসনালয় এবং স্কুল, কলেজ, বিশ্ব-বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যভাবে উদযাপিত হচ্ছে।
প্রতিমা প্রস্তুতকারীরা পূজা অনুষ্ঠানের বেশ কিছু দিন পূর্ব থেকেই প্রতিমা নির্মাণের প্রস্তুতি শুরু করেন, যা তাদের অর্থ উপার্জনের একটি বিশেষ উপায়। ঢাকা মহানগরে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে বিপুল উৎসাহ উদ্দিপনার সাথে এই পূজাটি উদযাপিত হয়ে আসছে।
এছাড়াও ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে বিশ্ব-বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আয়োজনে ৭০ এর অধিক পূজা মন্ডপ তৈরীর মাধ্যমে পূজা হয়। শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও ঢাকা বিশ্ব-বিদ্যালয়সহ ঢাকা মহানগরের পূজাগুলোতে হিন্দু সম্প্রদায় ছাড়াও অন্যান্য সকল ধর্মাবলম্বীরা বিশেষ করে ছাত্র-ছাত্রীরা অংশ নিয়ে অসাম্প্রদায়িক চেতনাকে সম্মুন্নিত রাখছে।
মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত সরস্বতী পূজার প্রতিমাটি তৈরী করেছেন সুকুমার পাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। পারিবারিক পেশাকে ধারন করে দীর্ঘ দিন ধরে বিভিন্ন পূজার প্রতিমা তৈরী করে আসছেন।
মহানগর সর্বজনীন পূজা কমিটির পূজা উপ কমিটির সন্মানিত সদস্যবৃন্দ ড. তাপস চন্দ্র পাল, দিলীপ ঘোষ, আনন্দ চন্দ্র গৌর, অনিতা নাথ, মল্লিকা দেবী, পরিমল কুমার ভৌমিক, সাগর হালদার, তাপস কুমার কুন্ডু, গিরিধারী সাহা, রানা চৌধুরী, সুজিত ঘোষ প্রমুখ।
ঢাকা মহানগরের বিভিন্ন স্থায়ী পূজা মন্ডপে ঘট বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিভিন্ন পূজা মন্ডপে সন্ধ্যায় আরতী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে আলোকসজ্জার মাধ্যমে প্রতিমা দেখার জন্য সরস্বতী পূজা মন্ডপে প্রচুর ভক্ত আসেন। স্থায়ী মন্ডপে প্রতিমাগুলো মন্ডপেই রেখে দেওয়া হয়। অস্থায়ীভাবে নির্মিত পূজা মন্ডপের প্রতিমা সমূহ আজকেই পার্শ্ববর্তী জলাশয়ে বিসর্জন দেওয়া হবে।
মহানগর সর্বজনীন পূজা কমিটি’র সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন মন্ডল শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।”