আমাদের ভারত, ২৩ নভেম্বর: পূর্ব বাংলায় বাঙালি হিন্দুকে নির্যাতন নিয়ে ফের বাঙালি মুসলমানদের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বৃহস্পতিবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “মৌলিক ধারণাটাই ভুল। বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানের শুধু ভাষাটাই এক (তাও ১০০% নয়)। ধর্মবিশ্বাস, নামকরণ, সমাজব্যবস্থা, রাজনীতি, নারী সম্বন্ধে মানসিকতা, বিশ্ববীক্ষা, কিছুই এক নয়। পৃথিবীতে বহু পৃথক রাষ্ট্র আছে যাদের ভাষা এক। পূর্ব বাংলায় বাঙালি মুসলমান বাঙালি হিন্দুকে যা নির্যাতন করেছে এবং যেভাবে দু’দলই এই ইতিহাসটা লুকিয়েছে তার তুলনা পৃথিবীতে বিরল।
তার মানে এই নয় যে, দুরকম বাঙালি পাশাপাশি শান্তিতে বসবাস করতে পারবে না। কিন্তু সেই শান্তি হবে বাস্তবকে মেনে নিয়ে, পরস্পরের উপর শ্রদ্ধা রেখে, নিজেরা নিজেদের ধোঁকা দিয়ে নয়।”
বিশিষ্ট শিক্ষক তথা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার শুভজিৎ সেন এদিন এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “১৯০৬- এর বঙ্গ-ভঙ্গ আন্দোলনের সময় থেকেই উভয় দেশে বাঙালি হিন্দু ও মুসলমানের দূরত্ব বেড়েই চলেছে। কবে হবে এর সমাপ্তি? “বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। এক হউক, এক হউক, এক হউক, হে ভগবান।” এর প্রেক্ষিতেই তথাগতবাবুর উপরোক্ত মন্তব্য।

