জলপাইগুড়ি শহরে সম্ভাব্য প্রথম সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের ছাত্রী সপ্তপর্ণী চক্রবর্তী

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ মে: মাধ্যমিকে এবছর জলপাইগুড়ি শহর ও শহরতলীর স্কুলের মধ্যে সম্ভাব্য প্রথম সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের ছাত্রী সপ্তপর্ণী চক্রবর্তী। মোট নম্বর ৬৮০। প্রত্যেক বিষয়ে গৃহশিক্ষক ছিল।

বাবা পেশায় শিক্ষক সুব্রত চক্রবর্তী ও মা গৃহবধূ। শহরের চার নম্বর ঘুমটির পান পাড়ার বাসিন্দা। স্কুলের তরফে সপ্তপর্ণীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সপ্তপর্ণী জানায়, আমি সারাদিনে সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করতাম। সব সময় গৃহ শিক্ষক ও স্কুলের শিক্ষিকারা সহযোগিতার করেছিলেন। আমার মোট নম্বর ৬৮০। তবে আরও বেশি নম্বর আশা করেছিলাম যাই হোক আমি খুশি। রসায়ন কিংবা জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে। ভবিষ্যৎতে সাইক্রিয়াটিস্ট কিংবা প্রফেসার হওয়ার ইচ্ছে রয়েছে।

সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস বলেন, “এখন পর্যন্ত শোনা খবরে শহরের মধ্যে প্রথম আমাদের স্কুলের সপ্তপর্ণী চক্রবর্তী। মোট নম্বর ৬৮০ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *