আমাদের ভারত, কলকাতা, ২৩ ডিসেম্বর: শুক্রবার সকাল থেকেই খুলে দেওয়া হল সাঁতরাগাছি ব্রিজ। নির্ধারিত সময়ের আগেই পুরোপুরি খুলে দেওয়া হল ব্রিজ। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, বড়দিনের আগে সাঁতরাগাছি ব্রিজের মেরামতির কাজ শেষ করতে হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও দ্রুততার সঙ্গে কাজ করে পূর্ত দফতর।
গত ১৯ নভেম্বর থেকে ব্রিজ মেরামতির কারণে আংশিক বন্ধ রাখা হয়েছিল সাঁতরাগাছি ব্রিজ। একটি লেন দিয়েই হচ্ছিল গাড়ি চলাচল। বড়দিনের শুরু থেকেই উৎসবের মেজাজে মেতে ওঠে জনসাধারণ। বর্ষবরণ উৎসবের কারণে যান চলাচলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। সেকথা মাথায় রেখেই তড়িঘড়ি কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে। তাই শুক্রবার সকাল থেকেই পুরোপুরি স্বভাবিক হল ব্রিজ।
এ বিষয়ে আগেই রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় জানিয়েছিলেন, শীতকালে মানুষ ছুটির মেজাজে ঘুরতে যান। তাই মুখ্যমন্ত্রী চেয়েছেন এই সময় রাস্তায় বেরিয়ে কেউ যাতে সমস্যা না পড়েন। তাই বড়দিনের আগেই খুলে দেওয়া হবে শহরের এই গুরুত্বপূর্ণ ব্রিজ।