সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৩ ডিসেম্বর: আদিবাসীদের জাতিসত্ত্বার সংরক্ষণ, মাতৃ ভাষার মাধ্যমে শিক্ষার দাবিতে পুরুলিয়া জেলাশাসকের কার্যালয়ের সামনে ‘গণ অবস্থান ও ঘেরাও কর্মসূচি’ পালন করল ভারত জাকাত মাঝি পরগণা মহল এবং মাঝি পরগণা জুয়ান মহল। সোমবার ওই সম্প্রদায়ের বিভিন্ন মহিলা পুরুষ ও যুব সমাজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুরুলিয়া জেলা সদরে জড়ো হন। পুরুলিয়া শহরে মিছিল করেন তাঁরা। শেষে জেলাশাসকের কার্যলয়ে সংগঠনের ওই কর্মসূচি পালন করেন। সাঁওতালি অধ্যুষিত এলাকায় ওই ভাষার বিদ্যালয় চালু, সাঁওতালি মিডিয়াম বিদ্যালয়গুলিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত, ওই ভাষার শিক্ষক নিয়োগ, বন্ধ ছাত্রাবাসগুলি চালু প্রভৃতি ৭ দফা দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।