ঘাটালের বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখলেন সাংসদ দেব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখলেন এলাকার সংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। ঘাটালের আজব নগর এলাকায় গিয়ে তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন। পাশাপাশি খড়ার গার্লস স্কুলের বিপর্যস্ত বিল্ডিং পরিদর্শন করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে অবশ্যই শাস্তি পাক৷ কিন্তু রাজনৈতিক প্রভাবে সিবিআই, ইডি কাজ করলে তা ভবিষ্যতের জন্য খারাপ৷ রাজ্যের শাসক দলের একাধিক নেতাদের বাড়িতে ফের সিবিআই তল্লাশির পরিপ্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ দেব৷

এদিন সকাল থেকেই রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই৷ পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি শুরু হয়েছে৷ সবমিলিয়ে রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি চলছে৷ এর মধ্যে রয়েছেন শাসক দলের একাধিক নেতা৷ বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশেই রাজনৈতিক প্রতিহংসার উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই হয়রানি চলছে বলে অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ ঘাটালে বন্যা পরিস্থিতি আর নেই, তাই বিশেষভাবে বিচলিত হতে দেখা যায়নি এলাকার সংসদ দেবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *