খড়ার পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন সন্ন্যাসীচরণ দলুই

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: শূন্য পদ পূরণ হল। দীর্ঘ টালবাহানার অবসান ঘটল। আজ খড়ার পৌরসভার চেয়ারম্যান পদে বসলেন খড়ার পৌরসভার ১০ নং ওয়ার্ডের জয়ী কাউন্সিলর সন্ন্যাসীচরণ দলুই।

ঘাটাল মহকুমার ৫টি পৌরসভা। তারমধ্যে খড়ার ছাড়া বাকি ৪টি পৌরসভায় পৌরবোর্ড গঠন হয়েছে গত ১৬ মার্চ।তাই পৌরবোর্ড গঠন নিয়ে জল্পনা তুঙ্গে ছিল খড়ার পৌরসভায়। অবশেষে সমস্ত চাপানউতোরকে কাটিয়ে খড়ার পৌরসভার চেয়ারম্যান পদে আজ শপথগ্রহণ করলেন সন্ন্যাসীচরণ দলুই।

সেইসঙ্গে আজ অনুষ্ঠিত হল খড়ার পৌর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবনির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা সভা। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইঞা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি, আইএনটিটিইউসি সভাপতি বিকাশ কর, ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ তৃণমূলের অন্যান্য নেতা ও কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *